শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

বিএনপি নির্বাচনে না আসলে ৩০০ আসনে নির্বাচন করব-এরশাদ

????????? ?????? ?? ???? ????? ?????? ??? ???? ???????? ???? ?????

প্রভাতী ডেস্ক: নির্বাচন নিয়ে জাতীয় পার্টি তাদের অবস্থান পরিষ্কার করেছেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। বিএনপি নির্বাচনে না আসলে ৩০০ আসনে প্রার্থী দেবে তার পার্টি।

শনিবার রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘এক সময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাধা। তারপরও এগিয়ে যাচ্ছি। হাত-পা বাধা থাকলেও সংশয় নেই।’

এরশাদ বলেন, ‘নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তা এখন নেই। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল তারা ব্যর্থ হয়েছে। এখন মাঠে শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি।’ তিনি বলেন, ‘বিএনপি যদি ভোটে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে থেকে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর যদি বিএনপি না আসে তাহলে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেয়া হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এবারে নির্বাচনী প্রচারণার স্লোগান “পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার।” এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা চলবে। নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির নয় বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’

প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। জাপা আগের চাইতে অনেক শক্তিশালী হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো রেজাল্ট করবে।’

দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্লাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print