প্রভাতী ডেস্ক : অবশেষে জাতীয় সংসদ থেকে বিদায় নিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।২৩ তম এবং শেষ অধিবেশনে মঙ্গলবার রাতে সংসদে নিজের দেয়া বক্তব্যকে শেষ বক্তব্য উল্লেখ করে অর্থমন্ত্রী বিদায় নিয়েছেন সবার কাছ থেকে। বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত ছিলেন। বক্তব্যে আর নির্বাচন করবেন না বলেও জানান।তাই এটা তার শেষ বক্তৃতা। এ সময় নিজের সফলতার পেছনে দেশবাসীর অবদান এবং দোয়া রয়েছে বলে মন্তব্য করেন।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন- “আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।”