মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

জলদস্যুরা আত্মসমর্পনের পরেও মহেশখালীতে ট্রলার ডাকাতী

আশেক এলাহী,কক্সবাজার : ২৩ অক্টোবর মঙ্গলবার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে রাত ৯ টার দিকে ১টি ট্রলারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।মহেশখালীতে জলদস্যুরা আত্মসমর্পন করার মাত্র তিন দিনের মাথায় এই ডাকাতির ঘটনা ঘটে।
নগদ ২৬,০০০ ( ছাব্বিশ হাজার) টাকাসহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, মাতারবাড়ী গামী একটি লবণের ট্রলার জে,এম ঘাট অতিক্রম করার সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অস্ত্রসহ ট্রলারে হামলা করে।সন্ত্রাসীরা ট্রলারে উঠে মাঝি-মাল্লাদের বেঁধে রেখে ব্যাপক মারধর করে এবং লুটপাট চালায়।

ট্রলারে থাকা সোনা মিয়া(২৬) নামের এক মাঝি জানিয়েছে, লবণ বিক্রি করে আসার পথে ছোট বোটে করে ৮-১০ জনের সশস্ত্র দল তাদের ট্রলারের গতি রোধ করে।ট্রলারে উঠা মাত্রই তাদেরকে মারধর শুরু করে এবং তাদের সাথে থাকা নগদ ২৬,০০০ টাকা ও মোবাইল নিয়ে নেয়।এমনকি ১২ লিটার তেলও তারা নিয়ে যায়।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী লবণের ট্রলারে ডাকাতি করে আসছিলো। তাদের মধ্যে আলমগীর(৩২) জালাল(৩৫) জহির(৩৫) আব্দুল মজিদ(৩২) মুকতুল হোসাইন(৩৩) এবং আকতার(৩১) অন্যতম।তাদের সবাই একাধিক মামলার আসামি। তিনি আরো জানান, তাদেরকে আত্মসমর্পনের জন্য অনেকবার বলা হলেও তারা সাড়া না দিয়ে প্রকাশ্যে ডাকাতি করে যাচ্ছে।

আহত মাঝি-মাল্লারা প্রশাসনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print