Search

শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

গাড়িসহ সমস্ত মালপত্র উদ্ধার করা হয়

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

ডাকাতির সময় ডাকাতরা মাইটিভির মাইক্রোফোন ও ফুড পান্ডার ব্যাগ ব্যবহার করেছিল

চট্টগ্রামের খুলশীতে সাংবাদিক পরিচয়ে বাসায় প্রবেশ করে মালপত্র লুট ও একটি প্রাইভেট কার নিয়ে যাওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি উত্তর-দক্ষিণ বিভাগ। এ সময় ডাকাতি করে নিয়ে যাওয়া টয়োটা করলাক্রস গাড়িসহ সমস্ত মালপত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮),শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির, রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

বৃহস্পতিবার বিকেলে সিএমপি কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ডাকাতি করে নিয়ে যাওয়া গাড়ি ও মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ১০ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে খুলশী থানার বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০ থেকে ১২ জন ডাকাত দল সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর চার তলা বাসায় প্রবেশ করে।

পরে ডাকাত দলে থাকা দুজন মহিলা বাসার মালিককে গলায় ছুরি ধরে বাসার কিছু মালপত্র নিয়ে যায়। পরে নিচে থাকা একটি করলাক্রস হাইব্রিড গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন খুলশী থানায় মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ)-এর কাছে দেওয়া হয়।

তিনি আরো বলেন, ডাকাতির সময় ডাকাতরা মাইটিভির মাইক্রোফোন ও ফুড পান্ডার ব্যাগ ব্যবহার করেছিল। সেগুলোও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print