Search

মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে ইউএনও’র ভিন্নরকম অভিযান !

প্রভাতী ডেস্ক: প্রতিদিন কোনো না কোনো উচ্ছেদ বা ভেজালবিরোধী অভিযান চালান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। তবে আজ তিনি রাস্তা দখল করে তৈরি করা একটি দোকান উচ্ছেদ না করে উল্টো দোকানটি প্রশস্ত করে দিয়ে প্রতিবাদ জানান। ঘটনাটি অবাস্তব মনে হলেও বাস্তবে এ ঘটনাটি ঘটেছে হাটহাজারী পৌরসভায়। যদিও এটা ছিল ইউএনও’র এক অন্যরকম প্রতিবাদ।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন পৌরসভার ব্যস্ততম কাচারি সড়ক দিয়ে দাপ্তরিক কাজে তার নিজম্ব গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান কাচারি সড়কে ‘বাবুল স্টোর’ নামের একটি মুদির দোকানের মালামাল সড়কের উপরে রেখে ব্যবসা পরিচালনা করছে।

এ সময় ইউএনও দ্রুত গাড়ি থেকে নেমে দোকানের মালামাল আরো সামনে নিয়ে এসে রাস্তার উপর রাখতে বলেন এবং দোকানদারকে জনগণের চলাচল রাস্তার জায়গাটুকুও দখল বুঝে নিতে বলেন। শুধু তাই নয়, তিনি দোকানের সামনের বেশকিছু অংশের সড়কজুড়ে হলুদ, মরিচ, মসল্লা, চাল, ডাল ইত্যাদি মালামালের পসরা সাজিয়ে বসে পড়েন।

ইউএনও’র এমন অভিনব প্রতিবাদ দেখে উপস্থিত লোকজনের সামনে ওই দোকানি লজ্জিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মালামাল আর রাস্তার উপর রাখবে না বলে ক্ষমা চান এবং ইউএনও’র কাছে মুচলেকা দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print