শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

শেখ শরফুদ্দীন বু-আলী শাহ কলন্দর (রাহ:) এর ৭২০তম ওরশ ৬ মার্চ

জগৎ বিখ্যাত অলিকূলের শিরোমনি হযরত শেখ শরফুদ্দীন বু-আলী শাহ কলন্দর (রাহ:) এর ৭২০ তম ওরশ আগামী ৬ মার্চ শুক্রবার মাজার প্রাঙ্গণে (সুগন্ধা আবাসিক এলাকা) অনুষ্ঠিত হইবে।

ওরশ উপলক্ষে ২৮শে ফেব্রুয়ারী বাদ জুমা দরবার প্রাঙ্গণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাজার পরিচালনা ও এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাহাবউদ্দীনের সঞ্চালনায় এবং আলহাজ্ব কাজী মোহাম্মদ সাইফ্ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহজাদা ছালামত উল্লাহ্ খান বু-আলী শাহ কলন্দর (রাহ:) এবং হযরত নজু শাহ (রাহ:)।

ওরশ শরীফে দেশখ্যাত ইসলামী শরীয়ত, তরিকত ও আধ্যাত্মিক বরেণ্য ব্যক্তিগণ অংশগ্রহণ করবেন। উক্ত মহা পবিত্র নূরানী মাহফিলে অংশগ্রহণ ও উপস্থিত হয়ে দুই জাহানের কামিয়াবীর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করেন কতৃপক্ষ।

ওরশের অনুষ্ঠান সূচীঃ
বাদ আছর- খতমে গাউছিয়া খতমে খাজেগান, বাদ মাগরীব- খতমে কোরআন ও মিলাদ মাহফিল, বাদ এশা- মিলাদ মাহফিল, তবারুক পরিবেশন, চেমা মাহফিল এবং কাওয়ালী, রাত ৪টা- আখেরী মোনাজাত, বাদ ফজর- তবারুক বিতরণ। – প্রেস বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print