শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বে মোক্তার- জিয়াউদ্দিন !

ফয়সাল হোসেন : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ ও আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মুহাম্মদ এনামুল হক এবং আবদুস সাত্তার সারোয়ার।

৯টি প্রেসিডেন্সিয়াল ও সম্পাদকীয় পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৪টি ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ৫টি পদে বিজয়ী হয়েছে। ১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের ৭জন, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ৩ জন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মো. ছাবেদুর রহমান (আইনজীবী ঐক্য পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তুষার কান্তি সিংহ হাজারী (আইনজীবী সমন্বয় পরিষদ)।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক চৌধুরী (আইনজীবী ঐক্য পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আলী আশরাফ চৌধুরী (আইনজীবী সমন্বয় পরিষদ)।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এএইচএম জিয়াউদ্দিন (আইনজীবী সমন্বয় পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুস সাত্তার সারোয়ার (আইনজীবী ঐক্য পরিষদ)।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কবির হোসাইন (আইনজীবী ঐক্য পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আবদুল আল মামুন (আইনজীবী সমন্বয় পরিষদ)।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঈনুল আলম চৌধুরী টিপু (আইনজীবী সমন্বয় পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শহিদুল ইসলাম সুমন (আইনজীবী ঐক্য পরিষদ)।

পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী আকবর সানজিক (আইনজীবী ঐক্য পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল ইসলাম (আইনজীবী সমন্বয় পরিষদ)।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রুনা কাসেম (আইনজীবী ঐক্য পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তানজিলা মান্নান যুথী (আইনজীবী সমন্বয় পরিষদ)।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন (আইনজীবী সমন্বয় পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. সাহাদাত হোসেন (আইনজীবী ঐক্য পরিষদ)।

নির্বাহী সদস্যের ১০টি পদে ২০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এএসএম রিদুয়ানুল করিম (২৩৩৯ ভোট), তানজিন আক্তার সানি (২২৭৯ ভোট), মো. মেজবাহ উদ্দীন (২১৬৮ ভোট), মো. ওমর ফারুক (২১১৭ ভোট), মোহাম্মদ নাজমুল ইসলাম (১৯৬৩ ভোট), মো. মনজুর হোসেন (১৯২৬ ভোট), শফিউল আজম বাবর (১৯০৩ ভোট), শেখ তাপসী তহুরা (১৯০০ ভোট), নাসরিন আক্তার চৌধুরী (১৮৯৮ ভোট), মো. রবিউল আলম (১৮৮৩ ভোট)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটং গ্রহণ চলে। এবারের নির্বাচনে ৪ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৭০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print