প্রভাতী ডেস্ক: স্কুল ছুটির পর আর ঘরে ফেরেনি বোয়ালখালীর দুই ভাই-বোন। শনিবার (১ ফেব্রুয়ারি) বোয়ালখালীর পশ্চিম শাকপুরায় এই ঘটনা ঘটেছে।
নিখোঁজ মো. জিহাদ (১০) পশ্চিম শাকপুরা হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং জান্নাত (৯) একই এলাকার সোলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
তাদের পিতার নাম মো. জসিম উদ্দিন। তিনি কুমিল্লার বাসিন্দা হলেও চাকরিসূত্রে বসবাস করেন শাকপুরা মিলিটারিপুলের দিদার কলোনির ভাড়া বাসায়।
জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এই দুই ভাইবোন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তারা আর ফিরে আসেনি।
এর মধ্যে সোলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুন্টু শর্মা নিশ্চিত করেছেন, জান্নাত ক্লাস শেষে বাড়ির উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়েছিল।
সন্ধ্যা থেকে এলাকাজুড়ে খোঁজাখুঁজির পর দুই ভাইবোনের খোঁজ না মেলায় রাতে এলাকায় মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
কেউ এই দুই ভাইবোনের খোঁজ পেলে ০১৭২৫১২০৭৭৫, ০১৮৯০৮০১৭৮১— এই মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।