
প্রভাতী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করার পূর্বে সম্মানসূচকভাবে ‘হজরত’ (হজরত শেখ হাসিনা) শব্দটি যোগ করতে চান করতে চান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হুইপ স্বপন এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাসে ৫৬০টি মসজিদ নির্মাণের নির্দেশনার মধ্য দিয়ে এক মহৎ কাজ করেছেন। যা এর আগে কোনো ইসলামী রাষ্ট্রনায়ক করতে পারেন নাই। তিনি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন।
হুইপ আরও বলেন, তিনিই প্রথম ইসলামের ইতিহাসে এমন একজন বিখ্যাত নেতৃত্ব যিনি দুঃস্থ মানুষের জন্য বিভিন্ন ধরনের কল্যাণ ভাতা চালু করেছেন। কওমি, ইবতেদায়ী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন।
আলেমদের জাতীয় জীবনে অবদান রাখার সুযোগ দিয়েছেন। এছাড়াও তিনি ১০ লাখের অধিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এন অনন্য নজির স্থাপন করেছেন।
ওমর (রা.) মতো শেখ হাসিনা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি ঘুরতে পারেন না। তখন জনসংখ্যা ছিল কম। এখন ১৭ কোটি মানুষের গৃহে যদি যেতে চান তার এক জনমে পৌঁছাতে পারবেন না।
এ কারণে তিনি সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে হজরত ওমর ও ওসমানের অনুসরণ করে মানবতার কল্যাণ করছেন।