রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৬ হিজরি

আদালতে পাঠানো খালেদার রিপোর্টের সাথে বাস্তবতার মিল নেই- সেলিমা

প্রভাতী ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তাঁরা হাসপাতালে প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন ৪টা ২৫ মিনিটের দিকে।

প্রায় দেড় ঘণ্টা সাক্ষাৎ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ আদালতে খালেদা জিয়ার যে মেডিক্যাল রিপোর্ট দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁর শরীর খুব খারাপ। সুগার ফল করেছে। এখন তার পেটের ব্যথা, সে হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমত খেতে পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না। ডায়াবেটিসের সুগার ১২ নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজও ১৪ আছে। সর্বোপরি এখানে তাঁর কোনো সুচিকিৎসা হচ্ছে না।’

বেগম জিয়া তার জামিন না হওয়াকে নজিরবিহীন উল্লেখ করে বলেন জামিন মানে তো মুক্তি নয়। এছাড়া তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান সেলিমা।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন-খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার।

সেলিমা বলেন, ১ মাস ৪ দিন পর আজ খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা হচ্ছে। অথচ জেল কোড অনুযায়ী মাসে ২বার স্বজনদের দেখা করার কথা রয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন। ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উল্লেখ্য, জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় তার জামিন চেয়েছিলেন তার আইনজীবীরা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print