এম. জিয়াউল হক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক পেশায় কাভার্ড ভ্যানের হেল্পার বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর চান্দগাঁও থানার পশ্চিম ফরিদের পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুরুল আলম (২২) নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মৃত আল হাদী মিয়ার ছেলে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘বিকেল ৪ টার দিকে সংঘবদ্ধ তরুণ-যুবকদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে এক গ্রুপের লোকজন এসে নুরুল আলমকে ছুরিকাঘাত করে। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে।’
আহত নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে মারামারি ও হত্যাকাণ্ড হয়েছে সেটা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।