শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮টি বসতগৃহ পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়া ঘাটা ৮নং ওয়ার্ডের জদা মুন্সির বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর আসবাবপত্র সহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ১লা ডিসেম্বর (রবিবার) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এলাকার লোকজনের দাবী, অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন এসে রাত ৩ পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। ততক্ষণে বসতগৃহ গুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সংগঠিত এ অগ্নিকান্ডে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।

স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মোঃ নুর আহমদ, মোঃ মারুফ, নেয়াজু, মঞ্জুর, মোঃ জিয়াউর রহমান, আবদুল কাদের, ছৈয়দুল হক এবং মোঃ দেলোয়ার।

অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি নিয়ে সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব রশিদ আহমদ চৌধুরী বলেন, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের মাথা গুজার একমাত্র ঠাই ৮টি পরিবারের ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা আশ্রয়হীন হয়ে পড়েছে।ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরো বলেন, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস না আসলে আরো কয়েকটি ঘর পুড়ে যেত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যায়। সড়ক সংকুচিত হওয়ায় তারা ঘটনাস্থলে যেতে সময় লেগেছে। আমরা যাওয়ার পর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর পূর্বেই ৮ টি ঘরই পুড়ে যায় বলে তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print