প্রভাতী ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে জেএসসি এবং জেডিসি’র আগামীকাল শনিবারের অনুষ্ঠিতব্য গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবারের জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে।