
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে পরিচিতি সভা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রায়পুর ফুলতলী সমুদ্র সৈকত সংলগ্ন রাজকুঠির রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
৩ নং রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমান নাগুর সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি চট্টগ্রাম জেলার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউনুছ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আনোয়ারা উপজেলা শাখার অর্থ সম্পাদক আহমদ নুর।স্বাগত বক্তব্য রাখেন ৩ নং রায়পুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ হোসেন বাশি।
সভায় বক্তারা বলেন, রায়পুরের প্রকৃত জেলেরা গত ১৭ বছর প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফ্যাসিস্ট আমলে দেখা গেছে যারা জেলে নন তারাও জেলের কার্ড পেয়েছে। মৎস্যজীবীদের চাল আত্মসাৎসহ আরো অনেক দুর্নীতি ও স্বজনপ্রীতি ছিল গত ১৭ বছর। বর্তমানে এই কমিটি দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা আমাদের পকেট থেকে দিয়ে এখানে রাজনীতি করতে এসেছি। আমাদের নেতৃবৃন্দ বর্তমান যে কমিটি সিলেকশন করে দিয়েছেন দেখে শুনেই দিয়েছেন তাদের দেওয়ার সামর্থ্য আছে কিনা সেটা দেখেই দিয়েছেন, নেওয়ার জন্য রাজনীতি করে কিনা সেগুলো পরীক্ষা করে দেখেছেন। গরিবের ত্রাণ আত্মসাৎ করে কিনা দুর্নীতিবাজ কিনা এগুলো দেখে বর্তমান কমিটি সিলেকশন করা হয়েছে।
ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি রায়পুর শাখা আগামী দিনে প্রকৃত মৎস্যজীবীদের জন্য কাজ করে যাবে। এখানে দেখা হবে প্রকৃত মৎস্যজীবী কিনা, অসহায় কিনা, অতীতের ফ্যাসিস্ট নীতি ও দুর্নীতিমুক্ত হয়ে প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে আমরা কাজ করতে চাই। এই যাত্রায় আপনারা আমাদের পাশে থাকবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শাহেদ, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন, মোঃ আমান এবং মোঃ হামিদ প্রমুখ।
সভা শেষে নব গঠিত কমিটির পরিচয় পর্ব এবং ফটোসেশান করা হয়।
উল্লেখ্য, কমিটিতে আবদুর রহমান নাগুকে সভাপতি, মোঃ কাইয়ুম সি.সহ সভাপতি, মোঃ আবদুস ছবুর সহ- সভাপতি, তৌহিদুল ইসলাম সহ-সভাপতি, মোঃ হোসেন সাধারণ সম্পাদক, মোঃ আবু ছৈয়দ যুগ্ম সাধারণ সম্পাদক, এইচ.এম জালাল উদ্দীন অর্থ সম্পাদক, মোঃ সোলতান সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুব আলী প্রচার সম্পাদক, মোঃ হাসান আলী দপ্তর সম্পাদক, কোহিনুর আকতার মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আবদুল জলিল সমাজ কল্যাণ সম্পাদক, নুর মোহাম্মদ মৎস্য বিষয়ক সম্পাদক, মোঃ কাইয়ুম, মোঃ ফজল করিম, মোঃ রাশেদ, মোঃ কামাল এবং আক্তারকে সদস্য করা হয়।