Search

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না সেটি জানা নেই

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা সরকার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে না। দেশে ফিরতে তারেক রহমানের কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা অবশ্যই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।।

উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো।

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই’। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করবো।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল, তার পর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তা গণমাধ্যমে জানানো হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print