ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের ফাঁসির দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে বুধবার সকাল ৮টার দিকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে রাজপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রশিবির।
মিছিলটি কুড়িল বিশ্বরোডে গিয়ে একটি সংক্ষিপ্ত সভার পর শেষ হয়। এতে বক্তারা বলেন, দেশের সম্পদ রক্ষার কথা বলায় দেশসেরা শিক্ষার্থীকে যেভাবে পিটিয়ে মারল ছাত্রলীগ, তাতে বোঝা যায় দেশ এখন কাদের দখলে।তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনিদের বিচারেরও দাবি জানান।
বক্তারা আরো বলেন, আবরার ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হননি। তিনি ২০১৫ সালে কুষ্টিয়া জেলা স্কুল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। পরে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তি হন ঢাকা নটর ডেম কলেজে। সেখান থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন ‘এ’ প্লাসসহ উত্তীর্ণ হন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। ফাহাদ সেখানে শেরেবাংলা হলের ১০১১নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।
এদিকে একই দাবিতে গাজীপুর মহনগরীর শাখার উদ্যোগেও একটি বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
বুধবার সকালে ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে একটি বিশাল মিছিল বের করে। মহনগরী সভাপতি আব্দুল আহাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল প্রধান সড়কে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাসের জের ধরে রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১নং কক্ষে মদ পান করে ছাত্রলীগের নেতা-কর্মীরা ৬ ঘণ্টা ধরে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে দেশপ্রেমী মেধাবী ছাত্র আবরারকে। আবরার নিহতের ঘটনায় তার বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এজাহারভুক্ত ১০জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। –বিজ্ঞপ্তি