বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্র মূলকভাবে সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন-চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আলী, সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এসলাহ উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক কাউসার হোসাইন, মনছুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এম এ সবুর, ছাত্রনেতা মোঃ নাঈম উদ্দিন, আতিকুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ ইস্কান্দার আলম চৌধুরী, এস্তাফিজুর রহমান, আসহাব কোরাইশী, মাসুদ পারভেজ, শেখ মোঃ মনিরুল ইসলাম, মোঃ জিয়াউল হক, মোঃ আওলাদ হোসেন প্রমুখ।