মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ছাত্রদলের নির্বাচন সম্পন্ন: সভাপতি খোকন- সম্পাদক শ্যামল

প্রভাতী ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন ইকবাল হোসেন শ্যামল।ছাত্রদলের কাউন্সিলে ৫৩৩ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ৪৮১টি।

বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

সভাপতি পদে ফজলুর রহমান খোকন ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুকুল ইসলাম শ্রাবন ভোট পান ১৭৮টি। সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল ভোট পান ১৩৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির ভোট পান ৭৬টি।

এর আগে নয়া পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে বিদ্যুৎ না থাকায় ভোট গ্রহণের স্থান পরিবর্তন করে বুধবার রাত পৌনে ৯টায় রাজধানীর শাহাজানপুরে মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয় যা চলে রাত ১২টা ২০ পর্যন্ত।

বিশেষভাবে উল্লেখ্য, ছাত্রদলের নেতৃত্ব দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে। সর্বশেষ ১৯৯২ সালের ভোটে রুহুল কবির রিজভী সভাপতি ও এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print