রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

২১ আগস্টের হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে- প্রধানমন্ত্রী

প্রভাতী ডেস্ক: আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্টের গ্রেনেড হামলার জন্য খালেদা জিয়া, তারেক রহমানসহ তৎকালীন জোট সরকারকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই জঘন্য ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা করা সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘এটা একটি প্রমাণিত সত্য যার জন্য মামলা করে এত দিন পরে আমরা একটা রায়ও পেয়েছি, যা এখন উচ্চ আদালতে ডেথ রেফারেন্সে যাবে এবং আমরা আশা করি এর বিচার হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ঠিক, খালেদা জিয়াকে আসামি করা হয়নি। কিন্তু তাঁর তো সহযোগিতা রয়েছে। কারণ, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর যে সম্পূর্ণ দায়-দায়িত্ব রয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না। আর তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং লুৎফুজ্জামান বাবর তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘উল্টো তারা দোষারোপ শুরু করল, এটা আওয়ামী লীগ নিজে নিজেই করেছে।’ শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগ কেন এটা করবে? আমরা কি সুইসাইড করতে এসেছিলাম সেখানে?’

২১ আগস্ট গ্রেনেড হামলার দিন পুলিশের তৎপরতায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে কোথাও মিটিং করতে চাইলে আওয়ামী লীগকে মিটিং করতে দেওয়া হতো না। হাজার হাজার পুলিশ দিয়ে মিটিংয়ের জায়গা ঘিরে রাখা হতো। কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন কোনো পুলিশের তৎপরতাই ছিল না। সেদিন পুলিশের কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। পুলিশ ছিল নীরব। এমনকি আওয়ামী লীগের নিজস্ব ভলান্টিয়ারদের পর্যন্ত বিএনপি সরকার আশপাশের ভবনের ছাদে উঠে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দাঁড়াতে দেয়নি। নিজস্ব কোনো নিরাপত্তা বলয় সৃষ্টি করতেও সেদিন দেয়নি।’ তিনি প্রশ্ন তোলেন, কেন দেয়নি? প্রধানমন্ত্রী বলেন, ‘ভাবতে অবাক লাগে যে এত বড় একট ঘটনা ঘটার পরেও সেখানে কোনো পুলিশি তৎপরতা বা আহতদের উদ্ধারের কোনো তৎপরতা ছিল না। উপরন্তু, যেসব নেতা-কর্মী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছিল, পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে এবং উপর্যুপরি টিয়ার শেল নিক্ষেপ করে।’

উল্লেখ্য, বিচারিক আদালতে রায়ের পর ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলা হাইকোর্টে শুনানির পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এখন মামলার বৃত্তান্ত (পেপারবুক) তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। মামলায় রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিন্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সেই সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টার লেগে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রবণেন্দ্রিয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত এবং ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাদেক খান বক্তৃতা করেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম সভা পরিচালনা করেন। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের সব শহীদ এবং ২১ আগস্টের নিহত লোকজনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print