Search

মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মিনা

প্রভাতী ডেস্ক: অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র এবং মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সার্বিক বিবেচনায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন চট্টগ্রামের এসপি নূরে আলম মিনা।

২০ আগষ্ট মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

নুরে আলম মিনা বলেন, কাজের এই স্বীকৃতি আগামীতে আরো বেশি করে ভাল কাজ করার উৎসাহ যোগাবে।

নগরীর হালিশহর ছোটপুল পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টরের পুরস্কার পান চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম রেঞ্জের যেই ১৮ জনকে পুরস্কৃত করা হয় তারা হলেন, শ্রেষ্ঠ সার্কেল অফিসার মীরসরাই সার্কেলের সহকারী এসপি  মো. সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, পিপিএম (বার), শ্রেষ্ঠ ওসি হলেন ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী হলেন- পটিয়া থানার এসআই রোকন উদ্দিন, মীরসরাই থানার এসআই মো. আবুল হাশেম, লোগাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র, শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন হাটহাজারী মডেল থানার এসআই আনিছ আল মাহমুদ, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হয়েছেন জোরারগঞ্জ থানার এসআই সুজয় কুমার মজুমদার।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print