Search

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

কফি দিয়ে যতকিছু

জোনাকি: কফি একটি সবার পছন্দের পানীয়। কফি দিয়ে রুপচর্চা করা যায় তা এই যুগের সব মেয়েরাই জানলেও অনেকেই জানে না কিসের সাথে কি মিশানো যায়। এই বিষয়ে আজ কিছু আলোচনা করব।

★ফেস স্ক্রাব- ১টেবিল চামচ কফি পাউডার,১টেবিল চামচ চিনি, অলিভ ওয়েল প্রয়োজন মত।

★বডি ম্যাসাজ ওয়েল-প্রয়োজন মত নারকেল তেলের সাথে ১টেবিল চামচ কফি পাউডার ভালভাবে মিশিয়ে নিন। হয়ে গেল বডি ওয়েল তৈরী।

★ফেস মাস্ক- ১টেবিল চমচ কফি পাউডারের সাথে, প্রয়োজন মত মধু।

★চোখের নিচে ব্যবহার্য মাস্ক- ১টেবিল চামচ কফি পাউডারের সাথে অল্প পরিমান এলোভেরা জেল, হয়ে গেল আন্ডার আই মাস্ক তৈরী।

★চুলের মাস্ক- ৩-৪টেবিল চামচ কফি পাউডার চুল যত লম্বা কফি পাউডারের মাত্রা ততোধিক,সাথে এক কাপ কন্ডিশনার। ভালভাবে মিশিয়ে স্ক্যাল্প বাদ দিয়ে বাকি চুলে লাগিয়ে নিন।

★ঠোঁটের প্যাক- ১চা চামচ কফি পাউডার সাথে ১চা চামচ মধু।

★স্কিন টাইট করতে প্যাক- ২টেবিল চামচ দই,১টেবিল চামচ কফি পাউডার এবং ১টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে লাগিয়ে রাখুন ৩০-৪০মিনিট। এরপর কুসুম গরম পানিতে ধুঁয়ে ফেলুন।

আশা করি পোস্টটি ভাল লাগবে,আপনাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের অফিসিয়াল পেইজে কমেন্ট করে করে সাথেই থাকবেন, ধন্যবাদ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print