
জোনাকি: কফি একটি সবার পছন্দের পানীয়। কফি দিয়ে রুপচর্চা করা যায় তা এই যুগের সব মেয়েরাই জানলেও অনেকেই জানে না কিসের সাথে কি মিশানো যায়। এই বিষয়ে আজ কিছু আলোচনা করব।
★ফেস স্ক্রাব- ১টেবিল চামচ কফি পাউডার,১টেবিল চামচ চিনি, অলিভ ওয়েল প্রয়োজন মত।
★বডি ম্যাসাজ ওয়েল-প্রয়োজন মত নারকেল তেলের সাথে ১টেবিল চামচ কফি পাউডার ভালভাবে মিশিয়ে নিন। হয়ে গেল বডি ওয়েল তৈরী।
★ফেস মাস্ক- ১টেবিল চমচ কফি পাউডারের সাথে, প্রয়োজন মত মধু।
★চোখের নিচে ব্যবহার্য মাস্ক- ১টেবিল চামচ কফি পাউডারের সাথে অল্প পরিমান এলোভেরা জেল, হয়ে গেল আন্ডার আই মাস্ক তৈরী।
★চুলের মাস্ক- ৩-৪টেবিল চামচ কফি পাউডার চুল যত লম্বা কফি পাউডারের মাত্রা ততোধিক,সাথে এক কাপ কন্ডিশনার। ভালভাবে মিশিয়ে স্ক্যাল্প বাদ দিয়ে বাকি চুলে লাগিয়ে নিন।
★ঠোঁটের প্যাক- ১চা চামচ কফি পাউডার সাথে ১চা চামচ মধু।
★স্কিন টাইট করতে প্যাক- ২টেবিল চামচ দই,১টেবিল চামচ কফি পাউডার এবং ১টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে লাগিয়ে রাখুন ৩০-৪০মিনিট। এরপর কুসুম গরম পানিতে ধুঁয়ে ফেলুন।
আশা করি পোস্টটি ভাল লাগবে,আপনাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের অফিসিয়াল পেইজে কমেন্ট করে করে সাথেই থাকবেন, ধন্যবাদ।