মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চাকরীতে সফলতার অর্জনের ক্ষেত্রে কিছু বিশেষ টিপস

সানজিয়া শাবনাম: কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে কাজে মনযোগ এবং অধ্যবসায় থাকাটাও জরুরী। আজকে কর্মক্ষেত্রের কিছু টিপস নিয়ে আলোচনা করা হলো:

★কোনো ধরনের পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ তথ্য অন্য কাউকে সরল মনে বলে দিবেন না এতে আপনি সুযোগের অপেক্ষা করতে করতে অপর সেই ব্যাক্তিটি যাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন সে সুযোগ নিয়ে নিতে পারে। তাই যতদিন নিজের পরিকল্পনা উর্ধ্বতন কর্মকর্তাকে বলবেন না ততোদিন সবই নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন।

★যেকোনো কাজে হাত দেওয়ার আগে সেই কাজটির প্রভাব বা ফলাফল বিবেচনা করুন।

★নির্ভুল কাজের জন্য যেকোনো কাজে হাত দেওয়ার আগে তথ্য সংগ্রহ এবং সেই তথ্য যাচাই-বাচাই করুন।

★অফিস উর্ধ্বতন কর্মকর্তা এবং কলিগদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখুন এতে অনেক কাজ শিখতে এবং জানতে পারবেন।

★সব সময় মাথা ঠান্ডা রাখুন,কর্মক্ষেত্রে ধর্য্য ধারণ করা খুব জরুরী।

★অভিজ্ঞ ব্যাক্তিদের সাথে কাজের সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করুন এতে তাদের অভিজ্ঞতা জানতে এবং সমস্যার সমাধান পাবেন।

★নতুন চিন্তা ধারা, কৌশল এবং পরিকল্পনা নোট করুন এতে কিছু ভুলবেন না এবং প্রয়োজনে কাজ দিবে।

★কি কি কাজ করলেন,সমস্যায় পরলেন তা থেকে কিভাবে উদ্ধার হলেন সব নোট করে রাখুন এবং মাঝে মাঝে দেখে নিন। এতে আপনার আত্মবিশ্বাস এবং আগ্রহ দুটোই বজায় থাকবে। ইচ্ছা না থাকলে ও লিখে রাখুন মনে রাখবেন এটি আপনার ভবিষ্যৎ হাতিয়ার।

★উর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা করে তাদের নজরে আসার চেষ্টা করুন। কখনো যদি নিজের ঢোল নিজের পিটাতে হয় পিছপা হবেন না,সুযোগ বুঝে নিজের প্রশংসা নিজেই করে নিন।

★আপনার কাজ জমা দেওয়ার আগে প্রচারকার্য শেষ করে নিন এতে আপনার কাজকে কেউ নিজের কাজ দাবি করবে না।

★সর্বশেষে বলবো নিজেকে সবসময় মোটিভেট রাখুন, নিজেকে নিজে চ্যালেঞ্জ করুন, নিজেকে নিজে ডেটলাইন দিন এতে আপনার কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে,সাফল্য আসবেই ইনশআল্লাহ্।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print