প্রভাতী ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিপুল ভোটে জয় পেয়েছেন। ২৪জুন সোমবার বিকেল ৫টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মো. নূরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৭১ ভোট।
উল্লেখ্য, এই আসনে জয়ী হওয়া সিরাজ শপথ গ্রহণ করলে বিএনপি’র সংসদ সদস্য হবেন ৭জন।