
নিজস্ব প্রতিবেদক: হকারদের দাবী পূরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে ১৬ই ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪টায় বাকলিয়া থানাধীন ৩৫ নং ওয়ার্ডের শাহ আমানত সেতু সংযোগ সড়ক হকার্স সমিতির সদস্যদের মধ্যে পরিচয় পত্র বিতরণ করা হয়। পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো.আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নূরুল হক। প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, হকারদেরকে কোন অবস্থায় নির্যাতন-নিপীড়ন করা যাবে না। কেউ যদি হকারদের কাছ থেকে চাঁদা দাবী করে তাহলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এছাড়া হকারদেরকেও কোন প্রকার উশৃঙ্খলতা না করার জন্য অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু লিটন রায় চৌধুরী,৩৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস,৩৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্বাস এবং যুবলীগ নেতা মো.সালাহউদ্দীন। অথিতিবৃন্দ হকারদেরকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান।
অনুষ্টানে সংগঠনের সহ-সভাপতি নাছির আহমেদ, সহ সম্পাদক মো.আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. জসীম, অর্থ সম্পাদক মো. আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন হকারকে পরিচয় পত্র প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মো.আব্দুল আলীম হকারদেরকে শান্তিপূর্ণভাবে ব্যবসা করার সুযোগ প্রদানের জন্য নেতৃবৃন্দ এবং প্রশানের প্রতি জোর দাবী জানান।