বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২ নং ছনুয়া ইউনিয়নের বাসিন্দা আমান উল্লাহ প্রকাশ আনুকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ ফেব্রুয়ারী রবিবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০টায় চট্টগ্রাম থেকে বাঁশখালী যাওয়ার সময় তৈলারদ্বীপ সেতুর উত্তর পাশে স্পেশাল সার্ভিস’র বাস (নাজ পরিবহণ ,গাড়ী নং ২৬৫) থেকে ডিবি পরিচয় দিয়ে সাদা পোশাকে ৪-৫ জন লোক তাকে নামিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় বলে জানান বাসে থাকা এক যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আমান উল্লাহ বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও কোন পদে নেই। ব্যক্তিগতভাবে তার সাথে কারো কোন শত্রুতাও নেই। নিজ এলাকায় ছোট খাট ব্যবসা করে জীবন -জীবীকা নির্বাহ করেন।
গত ৩দিন ধরে তিনি নিখোঁজ হওয়ায় তার পরিবার অত্যান্ত শঙ্কিত।
স্থানীয় এলাকাবাসী সরোয়ার আলম বলেন, আমান উল্লাহ খুবই শান্ত মেজাজের লোক। তার সাথে কারো শত্রুতা নেই। যদি তিনি কোন অপরাধ করে থাকেন তাহলে দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হউক। আমান যেন সম্পূর্ণ সুস্থ শরীরে তার পরিবারের মাঝে ফিরে আসতে পারে সেই জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সরোয়ার।
এই ব্যাপারে বাঁশখালী থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ধরণের কোন ঘটনা তাঁর জানা নেই। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।