![](https://banglarpravati.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রভাতী ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের নিরাপত্তার জন্য পিস্তলসহ একজন নিরাপত্তা রক্ষী থাকলেও বাড়তি নিরাপত্তার জন্য শর্টগানসহ আরো একজন নিরাপত্তা রক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, গতকাল ইসি সচিবের একান্ত সচিব মোঃ আল মামুন চিঠিটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী বর্তমানে কর্মরত রয়েছেন।
জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনের কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শর্টগানসহ আরো একজন দেহরক্ষী/গানম্যন নিযুক্ত করা প্রয়োজন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির তরফ থেকে একাধিকবার নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তার বদলি ও প্রত্যাহার চেয়েও একাধিকবার কমিশন বরাবর আবেদন করা হয়েছে।