বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান ১৪৪৬ হিজরি

গৃহকর্মী নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্রসহ নাগরিক তথ্য বিবরণী ফরম পূরণ করার পরামর্শ

খুলশীতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গৃহকর্মী গ্রেফতার

চুরি যাওয়া ১২.৫ ভরি স্বর্ণ এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়

চট্টগ্রামের খুলশীতে বাড়ির মালিকের অনুপস্থিতিতে আলমারির ড্রয়ার ভেঙে প্রায় ২২ লাখ টাকার সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে পালিয়ে যান গৃহকর্মী সেলিনা আক্তার (২১)। ঘটনার ১২ দিন পর তাকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন।

তিনি জানান, সেলিনা আক্তার নামে এক গৃহকর্মী দেড় মাস আগে তার বাসায় কাজ নেয়। ৯ জানুয়ারি বাসার সবাই বেড়াতে গেলে সেলিনা সুযোগ বুঝে আলমারির ড্রয়ারের তালা ভেঙে ১ লাখ টাকা এবং ১২.৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, বালা, রিং, কানের দুলসহ বিভিন্ন অলংকার, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। পরে ২১ জানুয়ারি ফ্ল্যাটের মালিক ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান খুলশী থানায় এ বিষয়ে মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার তদন্তভার পেয়ে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় সেলিনার অবস্থান শনাক্ত করে।

বুধবার (২২ জানুয়ারি) টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া ১২.৫ ভরি স্বর্ণ এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

মো. রইছ উদ্দিন বলেন, সেলিনা গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই চুরির পরিকল্পনা করে। মালিক পরিবার বাইরে গেলে সে সুযোগ নেয়। নগরবাসীকে গৃহকর্মী নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্রসহ নাগরিক তথ্য বিবরণী ফরম পূরণ করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর সেলিনার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দখল থেকে চুরিকৃত স্বর্ণালংকার- ১টি ব্রেসলেট, ২টি বালা, ১টি গলার হার, ২টি কানের দুল, ২টি চেইন, ১টি চিক, এবং ৩টি রিংসহ মোট ১২.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print