মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন

আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন সিএমপির নতুন পুলিশ কমিশনার হাসিব আজি

তিনি ২০২২ সালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সিএমপি হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসিব আজিজ সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধন পুলিশিং করার নির্দেশনা দেন।

হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন। তিনি ২০২২ সালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসিব আজিজের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তার বাবা এম আজিজুল হক ১৯৯৬ সালের ২২ জুলাই থেকে ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে ছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print