বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদের ধরা যাবে না

সাগর-রুনি হত্যাকাণ্ডে প্রকৃত আসামি ধরতে না পারায় তদন্তে সময় লাগছে: আইনমন্ত্রী

যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করতে অনেক সময় লাগে

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয় এই কারণে- আপনাদের (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান। হত্যার ৪২ বছরেও আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করতে অনেক সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে।

মন্ত্রী আরও বলেন, পুলিশ প্রকৃত আসামিকে এখন পর্যন্ত ধরতে পারছে না বলেই তদন্তে সময় লাগছে। আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদের ধরা যাবে না। যারা প্রকৃত দোষী তাদেরকেই ধরতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print