Search

বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর ১৪৪৭ হিজরি

নির্বাহী আদেশে ৭ বারের মতো বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ল

তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না এই ২ শর্তই বহাল

আগের দুই শর্তেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। রোববার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না- আগের মতো এ দুই শর্তে তার দণ্ডাদেশ আরো ছয় মাস স্থগিত করা হয়েছে। ২৫ মার্চ থেকে এটি কার্যকর হয়েছে।

এ নিয়ে নির্বাহী আদেশে ৭ বারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো।

গত ১২ মার্চ খালেদা জিয়ার আবেদনে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয় বলে জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এর আগে, ২০২২ খ্রিষ্টাব্দের ২৪ সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ষষ্ঠ দফা তা বাড়ানোর আবেদন করেছিল খালেদা জিয়ার পরিবার।

২০১৮ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় চার বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print