প্রভাতী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের বিস্তারিত তথ্য জানাতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আসাদুজ্জামান বলেন, জাতির উদ্দেশে সিইসির ভাষণের আগে বেলা ১১টায় কমিশন সভা বসবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এম হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার সকালে সিইসির ভাষণ রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি। সন্ধ্যা ৭টায় ভাষণ সম্প্রচারের প্রস্তুতি আমাদের রয়েছে।