প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে ঢাকার আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
এ সময় ডা. শাহাদাত হোসেনের সঙ্গে থাকা চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শামসুল হকও গ্রেফতার হন।
জানা যায়, গত ৪ নভেম্বর ঢাকার মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া চার নেতাকর্মীকে দেখতে গিয়ে বুধবার আদালত এলাকা থেকে ডা. শাহাদাত হোসেন ও যুবদল নেতা শামসুল হক গ্রেফতার হন।
গত ২৭ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে সমাবেশের পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ১০টি ‘গায়েবি মামলা’ দায়ের করেছে। প্রত্যেক মামলায় ডা. শাহাদাত হোসেনকে আসামি করা হয়েছে।
এর আগে ২২ অক্টোবর নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে।