আন্তর্জাতিক ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানল থেকে বাদ পড়েনি মিত্র দেশ ভারত।
বিভিন্ন দেশের পণ্য আমদানীর উপর অব্যাহত শুল্ক বসানোর ধারাবাহিকতায় ভারতের ৯০টি পণ্যে শুল্ক বসানোর উদ্যোগ নিলেন ট্রাম্প। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ খবর দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে এত দিন ভারতের যেসব পণ্য শুল্কমুক্ত প্রবেশ করত সেখান থেকে এই ৯০টি পণ্যে এখন থেকে শুল্ক প্রদান করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট গত মঙ্গলবার এক আদেশ জারি করেছেন- সেই আদেশের আওতায় আটকে গেছে ভারতীয় অনেক পণ্য।