প্রভাতী ডেস্ক: প্রয়োজনে নিজেরা জীবন দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে সরকার মেরে ফেলতে চায়। আমরা তাকে জেলে মরতে দিব না। তাকে মুক্ত করে আনবো। খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনও হবে না।’
মঙ্গলবার ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘গত ৫ বছরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে ভোট চুরি করেছে এ সরকার। কোনো নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারেনি। ৫ বছর যাবত একটা বিনা ভোটের সরকার ক্ষমতায় রয়েছে। তারা দেশে একটা লুটতরাজের রাজত্ব কায়েম করেছে।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি মার্কা আর কোনো ফোরটুয়েন্টি চলবে না। আমরা গণতন্ত্র চাই বলে এখানে সব দল এক হয়েছি।’
মান্না বলেন, ‘শেখ হাসিনার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। এক সাথে ২ সংসদ চলতে পারে না। সংসদ ভেঙে দিতে হবে।’
তিনি বলেন, ‘নেতাকমীদের মুক্তি দিতে হবে। তাদের গ্রেফতার করা চলবে না। সংলাপে যখন গিয়েছিলাম তখনও বলেছি নেতাকর্মীদের গ্রেফতার করা যাবে না। তখন শেখ হাসিনা বললেন যাদের নামে মামলা আছে তার তালিকা দেন। তখন ফখরুল বললেন কার হাতে তালিকা দিব? আপনার হাতে তালিকা আসতে কতদিন লাগবে? তিনি আশ্বাস দিলেন কিন্তু এখনও গ্রেফতার চলছে।
পুলিশকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা ওপরের আসা নির্দেশ মানেন তা আমরা জানি। এখন থেকে আর মানতে হবে না। জনগণ গণতন্ত্রের পক্ষে তাদের বিরুদ্ধে যাবেন না। ’
মান্না বলেন, ‘আমরা কাল আবার আলোচনা করতে যাবো। যদি আলোচনার মাধ্যমে দাবি আদায় না হয়। তাহলে আন্দোলনের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে দাবি আদায় করা হবে।’