রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

মহান পেশা  সাংবাদিকতায়  চিত্র  নায়িকা মৌসুমী

প্রভাতী ডেস্ক : দর্শক মাতানো চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের।তার হাতে একাধিকবার উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন। এ ছাড়া তিনি নাটকেও অভিনয় করেছেন। তবে এবার তিনি নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন।

সেই চিত্র নায়িকা মৌসুমী এখন সাংবাদিকতায় যুক্ত হলেন। “ইয়েস নিউজ বিডি ডটকম” নামক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের দায়িত্ব পালনের ঘোষণা দিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’তে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে এ ঘোষণা দেন। যদিও এই পোর্টালে কেবল শোবিজের খবর পাওয়া যাবে।

এ সময় মৌসুমী বলেন, ‘সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশা জীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরো বেশি। আশা করি, অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাব।’

মৌসুমী আরো বলেন, ‘এতোদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসব। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর চিফ রিপোর্টার হিসেবে কাজ করবেন অভি মঈনুদ্দিন।’

মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ‘মৌসুমীর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। অবশেষে সে নিজেও সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি ওকে অনেক তথ্য দেব। আপনারাও দেবেন। আমরা আমাদের ছেলে ফারদিন স্বাধীনকে মিস করছি।’

মৌসুমীকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদ, প্রযোজক আব্দুল আজিজ, সাংবাদিক দেওয়ান হাবিব, সাংবাদিক মনিরুল ইসলামসহ বেশি কয়েকটি সংবাদ মাধ্যমের চলচ্চিত্র সাংবাদিকরা। এ অনুষ্ঠানে মৌসুমী ইয়েস ম্যাক্স নামের একটি ইউটিউব চ্যানেলেরও ঘোষণা দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print