প্রভাতী ডেস্ক: ৩রা নভেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির জন্য বিবৃতি প্রদান করে। ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ যাকারিয়ার পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতা আমীর খসরুর মুক্তির দাবি জানানো হয়।বিবৃতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের নিন্দাও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন রাজপথে নেতৃত্বদানকারী প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অজুহাতে তড়িঘড়ি করে মামলা দিয়ে তাদের কারাগারে বন্দি করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নীল নকশার অংশ হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বিরোধী দল-মতকে গায়ের জোরে স্তব্ধ করার নীতি চলমান আন্দোলনকে দমন করতে পারবে না বর্তমান সরকার। রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই দেশপ্রেমিক জনগণ তাদের দাবি আদায় করবে।
বিবৃতিদাতা অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ হলেন- ড. মোহাম্মদ আল-ফোরকান, ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, মুহাম্মদ যাকারিয়া, মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ড. মো. আব্দুল মান্নান, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ মেজবাউল আলম, এ জি এম নিয়াজ উদ্দিন, জাকিয়া রেহানা, ড.মু. জাফর উল্লাহ্ তালুকদার, ড. শেখ বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ জামিলুল আকবর চৌধুরী, ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. এ. কে. এম. মাহফুজুল হক, ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, ড. মো. শাহাদাত হোসেন, ড. জহুরুল আলম, ড. মোহাম্মদ সামছুদ্দোহা, ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, ড. মো. আমান উল্লাহ, ড. মো. সিরাজ উদ্দীন, মোহাম্মদ আলম চৌধুরী, ড. সিদ্দিক আহমদ চৌধুরী, ড. জাহিদ হোসাইন সিকদার, ড. হোসেন জামাল, ড. মোজাফফর আহমেদ চৌধুরী, ড. মোহাম্মদ আলী চৌধুরী, ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. মো. এম মারুফ হোসেন, ড. মোহাম্মদ কামাল হোসাইন।