নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দলের সঙ্গে আবারো সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হবে।
শনিবার রাতে মতিঝিলে ড. কামালের চেম্বারে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, ১ লা নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হয়। সেখানে আলোচনা হয়, ৭ দফা দাবির প্রেক্ষিতে স্বল্প পরিসরে আবারও সংলাপ হতে পারে৷ এ বিষয়েই প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেয়া হবে আগামীকাল৷ যেহেতু তিনি বলেছিলেন, সংলাপ স্বল্প পরিসরে আরো চলতে পারে।
সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন যেন তফসিল ঘোষণা না করে সে বিষয়টিও চিঠিতে উল্লেখ থাকবে৷ রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হবে বলে জানান ঐক্যফ্রন্টের নতুন মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।