রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চাকরীতে বয়স সীমা বাড়ানোর দাবীতে ছাত্রদের মিছিল পুলিশের বাধায় পন্ড

প্রভাতী ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৫ বছর বাড়ানোর দাবিতে বাংলাদেশ ছাত্র পরিষদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি  পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে নয়জনকে পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একসময় তাদের ধাওয়া দিয়ে পাবলিক লাইব্রেরির ভেতর ঢুকিয়ে তালা দিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীরা তখন গেট ভাঙার চেষ্টা চালায়। এরপর পুলিশ সেখান থেকে তাদের ধাওয়া দেয় এবং নয়জনকে আটক করে।

এ বিষয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ কারণে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের বলা হয়েছিল কর্মসূচি পেছানোর জন্য। কিন্তু তারা বিনা অনুমতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে জড়ো হয়।তাই পরিবেশ শান্ত করতে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে।

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print