রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

খাশোগী হত্যায় সৌদি সরকার জড়িত-এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুলের কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় প্রথমবারের মতো সৌদি আরবের সরকারকে দায়ী করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ওয়াশিংটন পোস্টে লেখা এক অনুচ্ছেদে এরদোয়ান বলেন, ‘আমরা জানি যে, খাশোগিকে হত্যার আদেশ সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে এসেছে।’

তিনি বলেন, ‘আমরা এটাও জানি, সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই ঘাতকেরা আছে এবং ওই খুনিরা তাদেরকে দেওয়া আদেশ বাস্তবায়ন করতে তুরস্কে এসেছিলেন। আর তা হলো -খাশোগিকে হত্যা ও তুরস্ক ত্যাগ।

এরদোয়ান জানান, এক দল নিরাপত্তা কর্মকর্তার বাইরেও এই হত্যায় আরো অনেক কিছু জড়িত। তিনি এই হত্যার পেছনের কলকাঠি নাড়ানোদের পরিচয় উন্মোচনের দাবি জানান।

অনুচ্ছেদে তিনি লেখেন, ‘ন্যাটোর কোনো মৈত্রী দেশে এই ধরনের অপরাধ সংঘটনের সাহস আর কেউ দেখাবেন না। কেউ যদি এই হুঁশিয়ারি উপেক্ষা করার চেষ্টা করেন তাদেরকে ভয়াবহ পরিণতি মোকাবিলা করতে হবে।’

এরদোয়ান অভিযোগ করে বলেন, ‘ইস্তাম্বুলে দায়িত্বে থাকা সৌদি কনসাল জেনারেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি ইতোমধ্যে তুরস্ক ছেড়েছেন।’

তিনি আরো অভিযোগ করেন, তুরস্ক সফর করে যাওয়া সৌদি কৌঁসুলি তাদের সঙ্গে সহযোগিতা করেননি। এমনকি ওই কৌঁসুলি সহজ প্রশ্নগুলোর উত্তরও দিতে পারছিলেন না।

তবে, অনুচ্ছেদে এরদোয়ান সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তিনি বিশ্বাস করেন না বাদশাহ সালমান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সূত্র-বিবিসি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print