শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বিদেশগামীদের করোনা ভ্যাকসিনের নিবন্ধন শুরু

প্রভাতী ডেস্ক : চট্টগ্রামের বিদেশগামী কর্মীদের করোনার ভ্যাকসিন গ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। জেলা কর্মসংস্থান অফিসে মহানগর ও উপজেলা ভিত্তিক নিবন্ধনের সুযোগ রয়েছে। শুক্রবার (২ জুলাই) থেকে অ্যাপসের মাধ্যমে শর্ত মেনে নিবন্ধন শুরু করেছেন বিদেশগামী কর্মীরা।

নিবন্ধনের জন্য পাসপোর্ট, ভিসা ও টিকিটের পাশাপাশি সরকার নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।

তিনি জানান, করোনা সংক্রমণের সময়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরকে ভাগ করে নিবন্ধনের তারিখ নির্ধারণ করেছে জেলা কর্মসংস্থান অফিস। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। সিডিউল অনুযায়ি ২ ও ৩ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন।

৪ জুলাই বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা। ৫ জুলাই হাটহাজারী ও রাউজান উপজেলা। ৬ জুলাই রাঙ্গুনিয়া, পটিয়া ও চন্দনাইশ উপজেলা, ৭ জুলাই ফটিকছড়ি ও সীতাকুন্ড উপজেলা। ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা। ৯ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মিরসরাই উপজেলার বিদেশগামী যাত্রীগণ নিবন্ধনের সুযোগ পাবেন।

উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তারা সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print