Search

মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

গরু ব্যবসার পরিকল্পনাই কাল হলো ৫ বন্ধুর

প্রভাতী ডেস্ক : কোরবানির মৌসুমে গরু ব্যবসার পরিকল্পনাই কাল হলো পাঁচ বন্ধুর। চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে গরু কিনতে যাওয়ার পথে যশোরে ট্রাকচাপায় নিহত হন চার বন্ধু। অপরজন গুরুতর আহত হয়েছেন।

তাদের কেউই পেশাদার গরু ব্যবসায়ী নন। তবে এ বছর কোরবানির মৌসুম সামনে রেখে পাঁচ বন্ধু বেনাপোল থেকে গরু কিনে চট্টগ্রামে এনে বিক্রির পরিকল্পনা করেছিলেন। কিন্তু কে জানত, এই পরিকল্পনাই ইতি টানবে তাদের জীবনের। চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোল যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে ৪ জনের প্রাণ। যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় রোববার(২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের কুলগাঁও এলাকার ইকবাল চৌধুরীর ছেলে শিক্ষানবিশ আইনজীবী রাছাম চৌধুরী সাদমন (২৬), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ইয়াকুব বাদশার ছেলে আবু সৈয়দ (৩৫), পাঁচলাইশ ওয়াজেদিয়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে নাঈম উদ্দীন (৩২) ও চান্দগাঁও এলাকার আলী আজগরের ছেলে আলী নেওয়াজ জনি (৩৫)।গুরুতর আহতের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, তার বাড়িও কুলগাঁও এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ৫জনই ছিল ঘনিষ্ঠ বন্ধু। তাদের বাড়িও কাছাকাছি এলাকায়। সাদমানের বাবা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী জানান, নাঈমের প্রাইভেট কারযোগে শনিবার রাত সাড়ে ১০টায় পাঁচ বন্ধু রওনা হয়। তারা নিজেরাই গাড়ি চালাচ্ছিল। কান্নাজড়িত কণ্ঠে ইকবাল চৌধুরী বলেন, সেই যে ছেলে গেল, আর ফিরল না। নাঈমের মামা মো. আইয়ুব জানান, নাঈম ও আবু সৈয়দ আপন মামাতো-ফুফাতো ভাই। নয়ারহাট এলাকায় দুজনেরই শেয়ারে কাপড় ও টেইলারিং ব্যবসা রয়েছে। একই সঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনরা পাগলপ্রায়। আমি যতদূর জানতে পেরেছি, পাঁচ বন্ধু ৩২ লাখ টাকা নিয়ে গরু কিনতে গিয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print