
নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীর পুকুরিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
সোমবার (১০ মে) সকাল ১১টার দিকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৩জন হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী হাঁসের দিঘী এলাকার মো. আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তাঁর মেয়ে প্রিয়া মনি (৩) ও নাইক্ষ্যংছড়ির মধ্যম বাইশারী এলাকার মো. হাশেমের ছেলে আবদুর রহিম (২৫)।
আহত দুজন হলেন নিহত সানজিদার স্বামী মো. আরমান (২৭) ও অটোরিকশা চালক মো. আইয়ুব (২৭)।
আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির দায়িত্বরত এএসআই শীলব্রত বুড়য়া বলেন, বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছে। আহত দুই জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে আহতরা ২৮ নম্বর নিউরো সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন।