শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের একটি মাল্টিপারপাস অফিস থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ !

প্রভাতী ডেস্ক: চট্টগ্রামে ইপিজেড থানা এলাকার ‘রূপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস কোম্পানি’ নামের এক প্রতিষ্ঠান থেকে বস্তায় বস্তায় বিপুল অঙ্কের নগদ টাকা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার(১৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলমান অভিযানে নগদ ৮ কোটি ৪২ লাখ টাকা জব্দ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকায় এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম নগর পুলিশের ইপিজেড থানার ভারপ্রাপ্ত মীর মো. নুরুল হুদা চলমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশেল সিরিয়াস ক্রাইম ডিভিশনের একটি ইউনিট সন্ধ্যা থেকে ইপিজেড সংলগ্ন ওই কোম্পানির কার্যালয় ঘেরাও করে অভিযান শুরু করে। এসময় অভিযানে রাত সাড়ে ১১টা পর্যন্ত বস্তাভর্তি নগদ আট কোটি ৪২ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এই অভিযানে মাল্টিপারপাস কোম্পানির বেশ কয়েকজন কর্মকর্তাকেও পুলিশ আটক করেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print