নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৮৭ হাজার ২৪৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯ শত ৩৫ ভোট। মোট ভোট পড়েছে ২২.৯৫ শতাংশ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন। ইভিএম মেশিনের মাধ্যমে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন চলে। ইভিএম ভোট গ্রহণ করায় কেন্দ্র হতে সরাসরি নিবার্চনী সরঞ্জাম সমূহ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়। পরবর্তীতে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
দুপুরে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নিবাচর্ন শেষ হয়েছে। এ আসনে মোট ১৭০টি কেন্দ্র ছিলো। সবগুলো কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিলো। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে বোয়ালখালী উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৪ হাজার। আর শহরে ভোটার সংখ্যা ৩ লাখ ১১হাজার ৯৮৮জন। ভোটকক্ষ ১ হাজার ২৫২টি।
নির্বাচনে আওয়ামীলীগের মোছলেম উদ্দিন, বিএনপির আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক সহ মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গত, ৭ নভেম্বর মহাজোটের শরিক জাসদ’র কেন্দ্রীয় নেতা মঈনউদ্দিন খান বাদল মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।