
প্রভাতী ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে মামলা ছাড়া কারাগারের গেট থেকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুলাই) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন সোহেলের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা। পরে আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্তি পেলেই ফের কারাগেটের সামনে থেকে গ্রেফতার করা হয় কিংবা ভিন্ন কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ আশংকা থেকে কারাফটকে তাকে গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশনা চেয়ে আবেদন করি। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন। হাবিব-উন -নবী খান সোহেলের বিরুদ্ধে প্রায় ৬শত মামলা রয়েছে। এর মধ্যে অনেক মামলাতেই হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন। গত ৩ জুলাই পল্টন ও রমনা থানার দুই মামলায় জজকোর্ট থেকে তিনি জামিন পান।
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ থেকে সোহেলকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।