Search

মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

রেফারিকে দূর্নীতিপরায়ণ বলায় ২বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকা ফুটবলে তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আর্জেন্টিনা। শনিবার দিবাগত রাতে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

চিলির গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে মেসি এবং মেডেল ২জনই লাল কার্ড পান । এ ঘটনার পর আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন লিওনেল মেসি। ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও দুষেছেন তিনি। এর ফলে তিনি দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।

কনমেবলের গভর্নিং বডি বিষয়টি নিয়ে আলোচনার পর মেসির ব্যাপারে সিদ্ধান্ত দেবে। এ নিষেধাজ্ঞা দেওয়া হলে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং ঘরের মাঠেও ২০২০ সালের কোপা আমেরিকা খেলা হবে না মেসির।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print