বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

আগামী ৫০ বছরের পরিকল্পনা করে বাড়িঘর নির্মাণ করবেন

যে দলের লোকই হোক না কেন, কোনো অন্যায়কারীকে ছাড় নয়: ভূমিমন্ত্রী

আমার দলের লোক হলে তার জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘যে দলের লোকই হোক না কেন, কোনো অন্যায়কারীকে ছাড় নয়। আমার দলের লোক হলে তার জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করা হবে।’

শুক্রবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়ি জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এলাকায় মদ, জুয়াসহ বিভিন্ন অপকর্মে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫০ বছরের পরিকল্পনা করে বাড়িঘর নির্মাণ করবেন। সড়ক ও ড্রেন ভরাট করে বাড়িঘর নির্মাণ করলে ক্ষতি কিন্তু নিজেদেরই হবে। চলাচলের পানি নিজেদের বাড়িতে উঠবে তখন।

‘এলাকায় মারামারি, সন্ত্রাসী, মদ, জুয়াসহ বিভিন্ন অপকর্মের ঘটনা প্রতিরোধ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুলিশ ফাঁড়ির সদস্যের বিষয়ে বিভিন্ন অনিয়মের কথা আমি শুনতেছি। কোনো অন্যায়কারীকে আশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে’ স্থানীয় প্রশাসন ও থানার ওসিকে কঠোরভাবে নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

সাইফুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে উন্নয়নের মহোৎসব চলছে। তারই ধারাবাহিকতায় আনোয়ারা ও কর্ণফুলীতে উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু টানেলের কারণে যোগাযোগ ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। আওয়ামী লীগের উন্নয়নের সুফল এখন বাংলার মানুষ ভোগ করছে। উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।’ এর আগে ভূমিমন্ত্রী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সহসভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, মোহাম্মদ সাহাবুদ্দিন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেনসহ অনেকে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print