Search

বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বায়েজিদে পাহাড় কাটার অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: নগরীর বায়েজিদ শেরশাহে ​পাহাড় কাটার অভিযোগে মিলন হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার  (৩০ মে) দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার মিলন হোসেন পাবনা জেলার চাটমোহর থানার বোয়ালমারি এলাকার মৃত রওশন আলীর ছেলে। মিলনের বিরুদ্ধে পাহাড় কাটা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ওসি জানান, রাতে অভিযান চালিয়ে পাহাড় কাটার বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। আরেফিন নগর জোহরা একাডেমি নামক স্কুলের পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে এই সংবাদের ভিত্তিতে রাত পৌনে ২টার দিকে অভিযান চালানো হয়। এসময় পুলিশ দেখে মাটি কাটতে থাকা ৪-৫ জন পালিয়ে যায়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print