Search

রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

সিএমপির পাঁচলাইশের ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল

প্রভাতী ডেস্ক : সিএমপির পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়াসহ ১০ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার(১৮ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানবীর এ আদেশ দেন৷

সিএমপি সূত্র জানায়, পাঁচলাইশের ওসি আবুল কাশেমকে সরিয়ে সেখানে পদায়ন করা হয়েছে সিটি এসবির জাহেদুল কবীরকে। আবুল কাশেমকে সিটি এসবিতে বদলি করা হয়েছে।

একই আদেশে ডিবি-দক্ষিণের দেবপ্রিয় দাশকে প্রসিকিউশন শাখায়, বাকলিয়ার ওসি তদন্ত মঈন উদ্দীনকে সিটি এসবিতে দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে প্রসিকিউশনের আরিফ হোছাইনকে।

ডিবি – পশ্চিমের শাহাদাৎ হোসেন খানকে অপারেশনস বিভাগে, কর্ণফুলী থানার তদন্ত ফেরদৌস জাহানকে সিটি এসবিতে বদলি করা হয়।

এছাড়া লাইনওআর এ থাকা শহিদুল ইসলামকে চকবাজার থানার তদন্ত পদে ও একই থানার তদন্তের দায়িত্বে থাকা রিয়াজ উদ্দীন চৌধুরীকে প্রথমে কর্ণফুলী থানার তদন্ত হিসেবে বদলি করা হলেও পরে অন্য এক আদেশে তাকে ইপিজেড থানার তদন্ত হিসেবে বদলি করা হয়। ওই আদেশে ইপিজেড থানার তদন্ত মোহাম্মদ হোসাইনকে ডিবি-পশ্চিম শাখায় বদলি করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print