
প্রভাতী ডেস্ক করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেয়া হচ্ছে কাওমি মাদ্রাসাগুলোতে। তবে স্বাস্থ্যবিধি মেনেই এ পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। গত ৩রা এপ্রিল থেকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা নেয়া হচ্ছে।
সরকারি আদেশ উপেক্ষা করে পরীক্ষা নেয়ার বিষয়ে কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল আবাসিক অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে। তবে পরীক্ষা না নেয়ার ব্যপারে সেখানে কোন নির্দেশনা নেই। তাছাড়া সরকারের অনুমতি সাপেক্ষেই পরীক্ষা নেয়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরো জানান, সরকারি নির্দেশ অমান্য করা হয় এমন কোন কার্যক্রম কাওমি মাদ্রাসা পরিচালনা করে না। সরকারি নির্দেশনা পর্যালোচনা করে এবং সেটিকে গুরুত্ব দিয়ে পরীক্ষাগুলো সংকোচন করে নেয়া হচ্ছে। এছাড়াও পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষা নেয়া হচ্ছে।